অস্ট্রেলিয়ায় ভিসা ছাড়া অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ৯৭ বাংলাদেশিকে শিগগির ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের সঙ্গে বৈঠকের পর তিনি গণমাধ্যমকে বলেন, ‘অস্ট্রেলিয়ায় আটক অনিয়মিত অভিবাসীদের সেখানকার একটি দ্বীপে আশ্রয় দেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ট্রেলিয়া এরইমধ্যে দুই হাজারের মতো রোহিঙ্গা নিয়েছে। দেশটি আরও রোহিঙ্গা নিতে সম্মত হয়েছে। আরও বেশি সংখ্যক রোহিঙ্গা নিতে তাদের অনুরোধ করা হয়েছে।’