শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৭৫ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (৩ নভেম্বর) সকালে শারজাহ থেকে আসা ফেরদৌস মিয়া ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা।

এনএসআই জানায়, সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে শারজাহ থেকে আসা যাত্রী ফেরদৌস মিয়াকে ২ হাজার ৭৫ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়। ফেরদৌসকে বিমানবন্দরের ২১ নম্বর আগমনী গেট থেকে আটক করা হয়েছে।

এনএসআই আরও জানায়, ফেরদৌস মিয়া ইমিগ্রেশন শেষ হওয়ার পর জিজ্ঞাসাবাদে জানান তার কাছে ১০০ গ্রাম স্বর্ণালংকার আছে। পরে তার হাত ব্যাগ ও বুকিং লাগেজ স্ক্যান করা হলে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়।

পরে কাস্টমস কর্তৃপক্ষ তার ব্যাগেজ ইনভেনট্রি করে ব্যাগে থাকা ওয়্যারলেস ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর থেকে মোটরের আকারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৯৭৬ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ হাজার ৭৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।

ফেরদৌস এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে সকাল ৯টায় শারজাহ থেকে ঢাকায় আসেন। বর্তমানে তিনি স্বর্ণসহ কাস্টমস  কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.