দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
আজ বুধবার (০৬ নভেম্বর) ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে ব্যাংকের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
জানা গেছে, ইসলামী ব্যাংকের গ্রাহক মুরাদ এন্টার প্রাইজ, চাকতাই শাখার গ্রাহক মুরাদ এন্টার প্রাইজ, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাডেট সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসকে ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ক্ষেত্রে ঋণ প্রস্তাবনা, সুপারিশ, অনুমোদন, বিতরণ, পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুদক।
ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একই বিভাগের এসএভিপি মোহম্মদ নজরুল ইসলাম, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির, রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন ও সাইদ উল্লাহকে আগামী ১০ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, এএএম হাবিবুর রহমান, হাসনে আলম, আব্দুল জাব্বার, সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করীম, মিফতাহ উদ্দিন ও বিনিয়োগ কমিটির সদস্য আবু সৈয়দ মোহম্মদ ইদ্রিসকে ১১ নভেম্বর তলব করা হয়েছে।
আগামী ১২ নভেম্বর তলব করা কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী, জে কেউ এম হাবিবুল্লাহ ও ওমর ফারুক খান, ডিএমডি এএফএম কামালুদ্দিন ও মুস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং এসইভিপি আলতাফ হোসাইন ও গিয়াস উদ্দিন কাদের।