ছয় মাসে ২৪০ কোটি ডলার মুনাফা এমিরেটসের

২৪০ কোটি ডলার মুনাফা করেছে উড়োজাহাজ কোম্পানি এমিরেটস। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কার্যক্রম চালানো কোম্পানিগুলোর ওপর প্রথমবারের মতো আদায় হচ্ছে করপোরেট আয়কর। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কার্যক্রম চালানো কোম্পানিগুলোর ওপর প্রথমবারের মতো আদায় হচ্ছে করপোরেট আয়কর। সে কর পরিশোধের পর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ৮৭০ কোটি আমিরাতি দিরহাম বা ২৪০ কোটি ডলার মুনাফা করেছে উড়োজাহাজ কোম্পানি এমিরেটস। খবর দ্যা ন্যাশনাল।

এমিরেটস জানিয়েছে, চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর অর্থবছরের প্রথম ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের ৯৪০ কোটি দিরহাম থেকে ৭ শতাংশ কমে ৮৭০ কোটি দিরহামে নেমে এসেছে। অবশ্য চলতি বছরের আয় গত বছরের একই মাসের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়। কারণ চলতি বছর ৯ শতাংশ করপোরেট আয়কর এমিরেটসের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে।

দুবাইভিত্তিক এয়ারলাইনসটির কর-পূর্ব মুনাফা এপ্রিল-সেপ্টেম্বরের মধ্যে ৯৭০ কোটি দিরহামে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৫০ কোটি দিরহাম। এমিরেটস জানায়, ভ্রমণ ও কার্গো পরিবহনের চাহিদা বাড়ায় মুনাফা বেড়েছে।

এয়ারলাইনসটির আয় আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৬ হাজার ২২০ কোটি দিরহামে দাঁড়িয়েছে।

এমিরেটসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ বলেছেন, ‘আমরা আশা করছি ২০২৪-২৫ অর্থবছরের বাকি সময়ে গ্রাহকের চাহিদা আরো বাড়বে। বহরে নতুন উড়োজাহাজ এবং অন্যান্য সুবিধা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্ষমতা ও আয় বাড়ানোর দিকে মনোযোগ দেব।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে আমরা এ অর্জনেই থেমে থাকতে চাই না। পরিবর্তনশীল বাজারে স্বতঃস্ফূর্ততার সঙ্গে সম্পদ ও সক্ষমতা ব্যবহার করাই আমাদের লক্ষ্য।’

গাজায় ইসরায়েলি হামলা সত্ত্বেও অর্থবছরের প্রথম ছয় মাসে এমিরেটসে ভ্রমণ চাহিদা বেড়েছে। তবে অন্যান্য এয়ারলাইনসের মতো এমিরেটসের ইসরায়েল, লেবানন, ইরাক, জর্ডান ও ইরানগামী ফ্লাইটগুলো গাজা যুদ্ধ ও ইসরায়েলি হামলার কারণে বিঘ্নিত হয়েছে।

চলতি বছরের প্রথমার্ধে এমিরেটস আটটি শহরে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। এর মধ্যে আছে অ্যামস্টারডাম, সেবু, ক্লার্ক, লুয়ান্ডা, লিওন, মাদ্রিদ, ম্যানিলা ও সিঙ্গাপুর। এছাড়া জুনে মিয়ামি হয়ে বোগোটা এবং সেপ্টেম্বরে সেশেলস হয়ে মাদাগাস্কারে নতুন রুট চালু করেছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এমিরেটসের মূল কেন্দ্র। এ বছরের প্রথম ছয় মাসে মোট ৪ কোটি ৪৯ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছে। এর মধ্যে এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত এমিরেটস ২ কোটি ৬৯ লাখ যাত্রী বহন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। অবশ্য আসন পূর্ণতার হার অর্থবছরের প্রথমার্ধের ৮১ দশমিক ৫ থেকে কমে ৮০ শতাংশে নেমে এসেছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে এয়ারলাইনসটির কার্যক্রম বাড়ায় পরিচালন ব্যয় ৬ শতাংশ বেড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.