বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদসহ ৪ জনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে আজ বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিন, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ড. আবদুস শহীদের ৩ দিন ও অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে বুধবার সকালে আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করে। অন্যদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে এসব আদেশ দেন।