সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী হচ্ছেন হাবিবুর রহমান
বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের (বেবিচকে) প্রধান প্রকৌশলী হচ্ছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। বৃহস্পতিবার ডিপিসির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বেবিচক কতৃপক্ষ। বৈঠকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা প্রকৌশলী শহীদুল আফরোজকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিপিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১৯ নভেম্বরও কতৃপক্ষের প্রি-ডিপিসির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, বেসামরিক বিমান চলাচলের সদস্য প্রশাসনের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বেবিচকের একাধিক সদস্যগণ। তবে অনুষ্ঠিত প্রি-ডিপিসি বৈঠকে উপস্থিত ছিলেন না বেবিচক চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি। ওই বৈঠকেও হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী করার সর্বসস্মত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মন্ত্রনালয়ের প্রতিনিধি ও বেবিচক চেয়ারম্যান না থাকায় চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) আবারও ডিপিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রকৌশলী হাবিবুর রহমানকে চুড়ান্তভাবে বেবিচকের পরবর্তী প্রধান প্রকৌশলী করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানাগেছে আগামী রোববার এই ব্যাপারে অফিসিয়ালি ঘোষনা দেওয়া হবে। হাবিবুর রহমান বর্তমানে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের ফ্লাইট সেফটি বিভাগে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কতৃপক্ষের সিভিল বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন।