- ওয়ার্ল্ড ট্রাভেল এবং ওয়ার্ল্ড ট্রাভেলটেক এওয়ার্ডসে এমিরেটসের ৬ পুরস্কার লাভ
ওয়ার্ল্ড ট্রাভেল এওয়ার্ডস ২০২৪ এমিরেটস চারটি ক্যাটাগরিতে বিশ্বের নেতৃস্থানীয় এয়ারলাইন হিসেবে পুরস্কৃত হয়েছে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- ফার্স্টক্লাস, ব্র্যান্ড, ইনফ্লাইট বিনোদন, এবং রিওয়ার্ড প্রোগ্রাম। এছাড়াও, ওয়ার্ল্ড ট্রাভেলটেক এওয়ার্ড ২০২৪ এ বিশ্বের সেরা এয়ারলাইন অ্যাপ এবং মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন অ্যাপ হিসেবেও দু’টি পুরস্কার পেয়েছে এমিরেটস।
পর্তুগালের মাদেইরায় স্যাবয় প্রাসাদে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমিরেটসের পক্ষ থেকে পুরষ্কারগুলো গ্রহণ করেন পর্তুগালে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার ডেভিড কুইন্টো।
ছবি : সাইফান শায়ান, আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
ওয়ার্ল্ড ট্রাভেল এওয়ার্ডস বিশ্বের অন্যতম সম্মানজনক এওয়ার্ড প্রোগ্রাম, যাতে বিশ্বব্যাপী ভ্রমণ ও ট্যুরিজম শিল্পের বিভিন্ন সেক্টরে এক্সিলেন্সের জন্য স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়। তেমনিভাবে, ওয়ার্ল্ড ট্রাভেলটেক এওয়ার্ডসে ভ্রমণ প্রযুক্তির ক্ষেত্রে এক্সিলেন্সকে স্বীকৃতি প্রদান করা হয়।
চলতি বছর এমিরেটস বিশ্বের বিভিন্ন এওয়ার্ড প্রোগ্রামে অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছে। যেমন, আল্ট্রাস ২০২৪, টেলিগ্রাফ ট্রাভেল, ফর্বস ট্রাভেল গাইডস এয়ার ট্রাভেল এওয়ার্ডস। এছাড়াও, ২০২৫ এপেক্স ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন হিসেবে র্যাংকিং ও লাভ করেছে এমিরেটস।