আজ ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ৫৩ তম জন্ম বার্ষিকি।একটি ছোট এফ ২৭ উড়োযান দিয়ে পথচলা শুরু করে নানা চড়াই উৎড়াই পেড়িয়ে আজ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার এই বিমান বহরে। কোটি বাংলাদেশির আস্থা ও গৌরবের প্রতীক লাল সবুজের জাতীয় পতাকায় মোড়া ও গোধূলি বলাকা অঙ্কিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ব্রান্ড এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯৭২ সালে চট্টগ্রামে ডমেস্টিক ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করে আজ দক্ষিণ এশিয়া, দূর প্রাচ্য,মধ্য এশিয়া, ইউরুপ ও উত্তর আমেরিকায় ডানা মেলেছে বিমান। জন্ম বছর ১৯৭২ সালে মাত্র ৩ লক্ষ ৮০ হাজার যাত্রী থেকে মানুষের ভালোবাসা ও নিরাপদ যাত্রার আস্থায় পরিণত হয়ে ২০২৪ সালেই সে যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৫ লক্ষ। ভারতের কাছ থেকে উপহার পাওয়া প্রায় ৫০ কোটি টাকা মূল্যের একটি এফ ২৭ উড়োযান থেকে বিমান আজ প্রায় ৬০ হাজার কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে। লাভ ক্ষতির হিসাব ব্যতিরেকে ক্রমেই উন্নতির শিখড়ে ধাবমান এই গৌরবের প্রতীক এগিয়ে যাক দুর্বার গতিতে। বিমানের সকল পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীদের কর্ম জীবন হঊক নিরাপদ ও নির্ঝঞ্ঝাট।