শিগগিরই শুরু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

পাকিস্তানের করাচি-ভিত্তিক বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ শিগগিরই ঢাকা-করাচি রুটে বিমান চলাচল শুরু করতে পারে। ঢাকায় বিমান যোগাযোগ চালুর জন্য সংস্থাটি প্রস্তুত রয়েছে বলে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর দু’দেশের মধ্যে শিগগিরই বিমান চলাচল শুরু হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল নাসের খান বলেছেন, ‘‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালনার জন্য ফ্লাই জিন্নাহর একটি প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএবি)।’’

কর্মকর্তারা বলেছেন, আমরা ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করব। তবে এই বিষয় বিস্তারিত কোনও তথ্য এএনআইকে দেননি সচিব আবদুল নাসের খান। সম্প্রতি ৫০ হাজার টন চাল আমদানির জন্য পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

এর আগে, গত জানুয়ারিতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান বলেছিলেন, ‘‘পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে বর্তমানে নতুন যুগের সূচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক উপায়ে শক্তিশালী হতে চলেছে। দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এখনও চালু হয়নি। তবে এই বিমান চলাচল শুরু করাটা উভয় দেশের জনগণের দাবি।’’

তিনি বলেন, বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য পাকিস্তান ভ্রমণ শুরু করেছেন; যা দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে ঘনিষ্ঠ করছে।

হাই কমিশনার ইকবাল হুসাইন খান বলেন, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব বিমান চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত আমি জানি, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-লন্ডন বিমান পরিচালনার পরিকল্পনাও করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.