সেরা এয়ারলাইন নির্বাচনে শুরু হলো ভ্রমণকারীদের মতামত জরিপ

মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৪ এর টাইটেল স্পন্সর শেয়ারট্রিপ

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর মধ্য থেকে ২৪টি ক্যাটাগরিতে সেরা এয়ারলাইন ২০২৪ নির্বাচনের লক্ষ্যে শুরু হয়েছে অনলাইন ভোটিং কার্যক্রম। বাংলাদেশ মনিটর পরিচালিত মতামত জরিপ কার্যক্রমে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী শেয়ারট্রিপ।

বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক সম্প্রতি ঢাকায় টাইটেল স্পন্সর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শেয়ারট্রিপের ফাউন্ডার কাশেফ রহমান, ব্র্যান্ড কম্যুনিকেশন, মিডিয়া ও পিআর বিভাগ প্রধান মোফাসসল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভ্রমণকারীদের মধ্যে শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দা ইয়ার ২০২৪ এর সার্বিক প্রচার, মতামত জরিপ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে শেয়ারট্রিপ।

২০২৪ সালে সর্বনিম্ন চারবার এয়ার ট্রাভেল করেছেন এমন যেকোন প্রাপ্তবয়ষ্ক ব্যাক্তি অনলাইনে (https://www.bangladeshmonitor.com.bd/poll-2024) তার মতামত দিতে পারবেন। ভোট প্রদানের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৫। মোট ২৪টি ক্যাটাগরিতে পছন্দের এয়ারলাইনের জন্য ভোট প্রদান করা যাবে। তবে, নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে শুধুমাত্র নিজের জন্য প্রযোজ্য ক্যাটাগরিতে ভোট চাওয়া হয়েছে।

এবার যেসকল ক্যাটাগরিতে ভোট দেয়া যাবে তার মধ্যে রয়েছে- সেরা বিজনেস শ্রেণী, সেরা ইকোনমি শ্রেণী, বিজনেস শ্রেণীতে সেরা মিল, ইকোনমি শ্রেণীতে সেরা মিল, সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, সেরা ইনফ্লাইট সেবা (ইকোনমি শ্রেণী), সেরা ইনফ্লাইট সেবা (বিজনেস শ্রেণী), সেরা লয়ালটি (ফ্রিকোয়েন্ট ফ্লায়ার) প্রোগ্রাম, সেরা সার্বিক গ্রাহক অভিজ্ঞতা, বাংলাদেশে সেরা এয়ারপোর্ট লাউঞ্জ, সেরা আঞ্চলিক এয়ারলাইন, সেরা দূরপাল্লার এয়ারলাইন, ২০২৩ সালের তুলনায় সর্বোচ্চ উন্নয়ন সাধনকারী দশটি এয়ারলাইন, বাংলাদেশে শীর্ষ দশটি এয়ারলাইন ব্র্যান্ড, সেরা এয়ারপোর্ট সেবা, সেরা ফ্রেইট ফরওয়ার্ডার ও লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেরা বাজেট এয়ারলাইন, কার্গো এয়ারলাইন অফ দা ইয়ার, এবং এয়ারলাইন অফ দা ইয়ার। এছাড়াও দেশী এয়ারলাইনগুলোর জন্য আলাদা চারটি ক্যাটাগরিতে ভোট দেয়া যাবে। এগুলো হলো- সেরা অনটাইম পারফর্মেন্স, সর্বাধিক গ্রাহক বান্ধব এয়ারলাইন, সেরা ইনফ্লাইট সেবা, এবং সেরা দেশীয় এয়ারলাইন।

আগামী মে ২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আয়োজিত গালা এওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর নাম ঘোষণা করা হবে। বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী গ্রুপের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের বিচারক প্যানেল প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ীদের বির্বাচন করবেন।

ভ্রমণ বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের একটি ফ্ল্যাগশীপ প্রোগ্রাম হলো এয়ারলাইন অফ দা ইয়ার। ২০০৭ সালে এটি প্রবর্তন করা হয় এবং এবছর এগারো বারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাপশনঃ ২৪টি ক্যাটাগরিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সেরা এয়ারলাইন নির্বাচনে মনিটর এয়ারলাইন অফ দা ইয়ারের সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সী শেয়ারট্রিপ। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক সম্প্রতি ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শেয়ারট্রিপের ফাউন্ডার কাশেফ রহমান, ব্র্যান্ড কম্যুনিকেশন, মিডিয়া ও পিআর বিভাগ প্রধান মোফাসসল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.