ভারতের নাগপুরে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিমানের জরুরি অবতরণ

ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আজ সকালে (বৃহস্পতিবার) ভারতের মহারাষ্ট্র নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানানো হয়েছে। নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি গণমাধ্যমটিকে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে।

অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম বলেন, রাত ৮:৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওয়ানা দেয়। আনুমানিক রাত ১০:৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাগতকালপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। নাগপুর এয়ারপোর্টে সকল যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সবধরনের সাপোর্ট দেয়া হচ্ছে। ইতোমধ্যে আজ সকাল ১০:৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১২:৩৯ মিনিটে পৌঁছে গেছে এবং নাগপুরে অপেক্ষমান যাত্রী নিয়ে কিছুক্ষণের মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখপ্রকাশ করছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.