বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরির উদ্যোগ নিয়েছে জাপান। এই সুপারকম্পিউটারটি প্রতি সেকেন্ডে ১৩০ কোয়াডরিলিয়ন ডাটা প্রক্রিয়া করতে পারবে। এই সুপার কম্পিউটার চালকবিহীন গাড়ি, রোবোটিক্স এবং মেডিকেল ডায়গোনোসিসের কাজে ব্যবহৃত হবে।
এই সুপারকম্পিউটার তৈরির সঙ্গে জড়িত রয়েছে জাপানের অর্থমন্ত্রণালয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে জাপানের ১৯.৫ বিলিয়ন ইয়েন।
এই প্রকল্প আগামী বছর নাগাদ শুরু হবে বলে জানা গেছে।
এই সুপারকম্পিউটারটি নিয়ে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইনডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টর সাতোশি সেকিগুছি বলেন, ‘জাপান পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির সুপারকম্পিউটার তৈরির কাজে হাত দিয়েছে। এই কম্পিউটারের তথ্যপ্রক্রিয়া করার ক্ষমতা ৯৩ পেটাফ্লপস।’