ঢাকা:
৪৬ আরোহী নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন নিখোঁজ হয়েছে। ইসলামাবাদের পথে চিত্রল থেকে প্লেনটি উড্ডয়ন করে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ফ্লাইটির ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের নির্ধারিত সময় ছিল ৪টা ৪০ মিনিট।
এদিকে ফ্লাইটটি নিখোঁজের বিষয় নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে প্লেনটি ‘বিধ্বস্ত’ হয়েছে।