ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত জার্মান উইংসের ৪ইউ ৯৫২৫ ফ্লাইটের বিমানটির ৭৮ আরোহীর ডিএনএ (শনাক্তকারী জিন) খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা। বিমানটি বিধ্বস্তের পাঁচ দিন পর এগুলো উদ্ধার করা সম্ভব হল। খবর বিবিসির।
মার্সেলির প্রসিকিউটর ব্রাইস রবিন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্তের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে সব যান প্রবেশ করবে।
এদিকে জার্মান গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, উদ্ধার করা ডিএনএগুলোর মধ্যে সহকারী বিমানচালক আন্দ্রে লুবিৎজের (২৭) ডিএনএ রয়েছে। তবে অনুসন্ধানকারী দলের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, এখনো তার ডিএনএ শনাক্ত করা যায়নি।
বিমানটির ব্ল্যাকবক্স ও ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য থেকে জানা গেছে, লুবিৎজ ইচ্ছাকৃতভাবেই বিমানটিকে ধ্বংসের দিকে চালিত করেছিলেন।
স্পেনের বার্সেলোনা থেকে দুসেলদের্ফে যাওয়ার পথে গত মঙ্গলবার ৪ইউ ৯৫২৫ ফ্লাইটের এয়ারবাস এ৩২০ বিধ্বস্ত হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল।
বিমানটিতে ১৪৪ যাত্রী ও ছয় ক্রুসহ মোট ১৫০ আরোহী ছিলেন। ওই দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন।
বিমানটিতে ৬৭ জন জার্মান নাগরিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ১৬ শিক্ষার্থীও রয়েছেন।
স্পেন কর্তৃপক্ষের ধারণা, বিমানটিতে তাদের ৪৫ নাগরিক ছিল। এ ছাড়া বিমানটিতে অস্ট্রেলিয়া, তুরস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের নাগরিক ছিল।