৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন ‘বিধ্বস্ত’

plane-sm20161219112245৩৯ আরোহী নিয়ে জরুরি অবতরণের সময় সাইবেরিয়ায় বিধ্বস্ত হওয়া রাশিয়ার সামরিক প্লেনের সব আরোহী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ‘ইলুসিন আইএল-১৮’ মডেলের একটি এয়ারক্র্যাফ্ট কলসোভো এয়ারপোর্ট থেকে ৩২ জন কর্মকর্তা ও ৭ জন ক্র নিয়ে উড্ডয়ন করে। এয়ারক্র্যাফ্টটি ২৭ কিলোমিটার পথ অতিক্রমের পর বিধ্বস্ত হয়।

তবে প্রাথমিক বিধ্বস্তের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। বিধ্বস্তের ঘটনায় প্লেনটি তিন টুকরো হয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.