সামরিক মহড়ায় প্রথম বিমানবাহী জাহাজ ব্যবহার চীনের

4_88137প্রশান্ত মহাসাগরে সামরিক প্রশিক্ষণ মহড়ায় প্রথমবারের মতো বিমানবাহী জাহাজের ব্যবহার করছে চীনের নৌবাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের এমন কর্মকাণ্ডে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। ওই মহড়ার সময়সীমা এবং জাহাজের বহর কোন রুট দিয়ে চলাচল করবে তা এখনও জানানো হয়নি। তবে সোভিয়েত ইউনিয়নের তৈরি বিমানবাহী জাহাজটির পোতাশ্রয় হল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী দালিয়ান। জাহাজের বহরটি তাইওয়ান ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপ এলাকা হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করবে। খবর এএফপির।

চীনা নৌবাহিনীর মুখপাত্র লিয়াং ইয়ংয়ের বরাতে সিনহুয়ার খবরে বলা হয়, রোববারের নির্ধারিত ব্লু ওয়াটার প্রশিক্ষণের অংশ হিসেবে চীনের বিমানবাহী জাহাজ লিয়াওনিং প্রশান্ত মহাসাগরে নামানো হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৩ জাহাজবিধ্বংসী যানসহ ৮টি চীনা যান ওই বিমানবাহী জাহাজ শনিবার দুপুরে পূর্ব চীন সাগরের কেন্দ্রীয় অংশে উপস্থিত ছিল। গত কয়েক দিনে লিয়াওনিং জে-১৫ যুদ্ধবিমান নিয়ে পূর্ব চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ওই মহড়ার মাধ্যমে বিমানে পুনরায় জ্বালানি সরবরাহ ও কমব্যাট ড্রিলও করা হয়। এর আগে চলতি মাসের প্রথমদিকে বোহাই নদীতে পরীক্ষামূলকভাবে বৃহৎ মাত্রায় সামরিক মহড়ায় অংশ নেয় লিয়াওনিং।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.