এভিয়েশন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪ লাখ ১০ হাজার টাকা ক্ষতি সাধন করায় সংস্থাটির আট কর্মকর্তাকে তলব করে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নোটিসে আগামী ছয় মে সকাল সাড়ে নয়টার মধ্যে তাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিমানের সাবেক মহা-ব্যবস্থাপক (বর্তমান পরিচালক প্রশাসন), রাজপতি সরকার, সাবেক পরিচালক (ফ্লাইট অপারেশন), মোঃ আজিজুল্লাহ, পরিচালক (অপারেশন),
ক্যাপ্টেন কামাল সাঈদ, ক্যাপ্টেন জামিল, ক্যাপ্টেন শামীম আহমেদ, ফার্স্ট অফিসার নাসিম আউয়াল, ফ্লাইট ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, অপারেশন পিএলজিএসসিএইচ এসএম লিয়াকত হোসেন।
দুদক সূত্র জানায়, ২০০৬-২০০৭ অর্থবছরে সিমুলেটেরর জন্য বৈদেশিক প্রশিক্ষণ কেন্দ্রে বুকিং দেওয়া সত্ত্বেও তারা প্রশিক্ষণে অংশ নেননি।