শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে ৪ স্বর্ণবার

goldচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শাহাবুদ্দিন (৩১) নামে এক যাত্রীর অন্তর্বাস থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে আটক করা হয়।

দুবাই থেকে শুক্রবার সকালে আসা শাহাবুদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

শাহ আমানত বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন ফয়সাল জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসার পর সন্দেহজনক আচরণের জন্য শাহাবুদ্দিনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতর শরীরের সঙ্গে টেপ দিয়ে আটকানো অবস্থায় চারটি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার চারটি স্বর্ণবারের ওজন ৪৬৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.