ভারতে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই বিধ্বস্ত

sukhoi-30-crash20170315174603ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই’র একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজস্থান প্রদেশের বার্মার এলাকায় ওই বিমান বিধ্বস্তে পাইলটসহ অন্তত তিনজন আহত হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই বলছে, বুধবার বার্মার শিবকর কুদলা গ্রামের বিমান বাহিনীর ঘাঁটির কাছে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই বিধ্বস্ত হয়েছে। বিমানের উভয় পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

বিমান বিধ্বস্তের এ ঘটনায় কুদলা গ্রামের একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় মিগ-২১ এর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.