প্যারিসের অর্লি বিমানবন্দরে গুলিতে নিহত ১

parisফ্রান্সের রাজধানী প্যারিসের অর্লি বিমানবন্দরে এক ব্যক্তি এক সৈন্যের বন্দুক ছিনিয়ে নেওয়ার পর ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা।

শনিবার বিমানবন্দরের দক্ষিণ টার্মিনালে এ ঘটনা ঘটার পর একটি দোকানে ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন, জানিয়েছে বিবিসি।

নিহত ব্যক্তি কোনো বিস্ফোরক বহন করছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। এ্ই ব্যক্তি উত্তর প্যারিসে একটি গোলাগুলির ঘটনায় জড়িত বলে জানিয়েছে কিছু ফরাসি গণমাধ্যম।

এ ঘটনায় অন্য কেউ আঘাত পাননি।

এই ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যায়িত করে কর্তৃপক্ষ অর্লি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দিচ্ছে না। বিমানবন্দরটি থেকে আসা-যাওয়ার সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের নিয়ে নিরাপত্তা বাহিনী প্যারিসের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটিতে তল্লাশি অভিযান শুরু করেছে। ওই হামলাকারীর সম্ভাব্য সঙ্গী কেউ আছে কিনা তল্লাশি অভিযানে তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় বিমানবন্দরে আরোপিত নিরাপত্তা বেষ্টনি থেকে লোকজনকে দূরে থাকতে বলেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাগুলির পরপরই সবাইকে বের করে দিয়ে বিমানবন্দরটি খালি করে ফেলা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে টহলরত একদল সৈন্যের দিকে এগিয়ে গিয়ে ওই ব্যক্তি একটি বন্দুক ছিনিয়ে নিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এই সময় গুলি করা হলে ওই ব্যক্তি নিহত হন। তার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশের সূত্রগুলো জানিয়েছে, এর আগে উত্তর প্যারিসের শহরতলীতে গাড়ি তল্লাশির সময় যে ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে গুলিতে আহত করে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল, সেই ব্যক্তিই বিমানবন্দরের ঘটনায় নিহত হয়েছেন।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সন্দেহভাজনের ওই গাড়িটি বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

গত মাসে প্যারিসের ল্যুভ মিউজিয়ামে এক ব্যক্তি ছুরি নিয়ে এক সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ার পর তাকে গুলি করা হয়, পরে গুলিতে আহত ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.