ভারতীয় এমপিকে নিষিদ্ধ করছে পাঁচ এয়ারলাইন্স

ravindra20170325085726এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে স্যান্ডেল দিয়ে পেটানোর অভিযোগে ভারতের এমপি রবীন্দ্র গায়কোবাদকে নিষিদ্ধ করেছে পাঁচটি ভারতীয় এয়ারলাইন্স।

উড়োজাহাজে বিজনেস ক্লাসে আসন না পেয়ে প্রতিষ্ঠানটির এক কর্মীকে পিটিয়েছিলেন তিনি।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এই এমপি নিজেই স্বীকার করেছেন তিনি ওই কর্মীকে ২৫ বার স্যান্ডেল দিয়ে মেরেছেন।

এয়ার ইন্ডিয়া বলছে, এমপি গায়কোয়াদকে ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্সের সবকটি ফ্লাইটেই নিষিদ্ধ করা হয়েছে। এই ফেডারেশনের মধ্যে যেসব এয়ারলাইন্স রয়েছে সেগুলো হচ্ছে- ইন্ডিগো, গো এয়ার, স্পাইস জেট এবং জেট এয়ারওয়েজ।

ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স গায়েকায়াদের বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নেয়ার দাবিও জানিয়েছে।

ঘটনার বিবরণে এখনো পর্যন্ত জানা যাচ্ছে- এমপি গায়কোয়াদ পুনে থেকে দিল্লিতে যাওয়ার সময় বিজনেস ক্লাসে আসন চেয়েছিলেন। তখন তাকে বলা হয় যে ওই ফ্লাইটে সবই ইকোনমি ক্লাসের। তখন তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তিনি ওই কর্মীকে স্যান্ডেল দিয়ে মারতে শুরু করেন।

ঘটনার পর গণমাধ্যমকে এমপি গায়কোবাদ বলেন, ‘আমি বিজেপির এমপি নই। আমি শিব সেনার এমপি। কোনো ধরনের অপমান আমি সহ্য করবো না। ওই কর্মী অভিযোগ করুক। আমিও স্পিকার ও অন্যান্য জায়গায় অভিযোগ করবো।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.