নেপালের রানওয়ের কাছেই চিতাবাঘ দেখতে পাওয়ায় সোমবার প্রায় আধা ঘন্টা বন্ধ রাখা হয় দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর।
কাঠমান্ডুতে বিমানবন্দরের এক মুখপাত্র জানান, বন্যপ্রাণী বিভাগ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ওই চিতাবাঘকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে। বাঘটি কোন ড্রেনের মধ্যে লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, বিমানের এক পাইলট বাঘটি রানওয়েতে দেখতে পান।
বিমানবন্দরের এক কর্মকর্তা প্রেম নাথ ঠাকুর এএফপিকে বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা প্রায় আধা ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখি। তবে এখন পর্যন্ত বাঘটিকে খুঁজে পাওয়া যায়নি।’
এতে একটি আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব হলেও অন্যান্য ফ্লাইট যথা সময়ে বিমানবন্দর ছেড়ে যায়। উল্লেখ্য, কাঠমান্ডুতে বিমানবন্দরের কাছেই গভীর বন রয়েছে। এএফপি।