দুবাই-চট্টগ্রাম রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে ফ্লাই দুবাই

দুবাই-চট্টগ্রাম রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে ফ্লাই দুবাই।

দুবাই-চট্টগ্রাম রুটে আবার ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এয়ারলাইন্স ফ্লাই দুবাই। এই রুটে আগামী ২০ জানুয়ারি থেকে সংস্থাটির নিয়মিত ফ্লাইট চলাচল করবে। ফ্লাই দুবাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা চালু হলে এটি দুবাই থেকে সপ্তাহে সাত দিন স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। আবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে।
এ বিষয়ে ফ্লাই দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল-ইউএই, জিসিসি, উপমহাদেশ ও আফ্রিকা) সুধীর শ্রীধরন সংবাদমাধ্যমকে জানান, চট্টগ্রামে ফ্লাই দুবাইয়ের কার্যক্রম পুনরায় চালু করতে পেরে আমরা আনন্দিত। বিমান সেবা পৌঁছায়নি এমন এলাকায় সেবা প্রদানের পাশাপাশি দুবাই ও অন্য এলাকা থেকে যাত্রীদের কাছে সরাসরি ও সুবিধাজনক ফ্লাইট সেবা দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে আমিরাত প্রবাসী স্বপ্না মনি জানান, ফ্লাই দুবাই এয়ারলাইন্স চট্টগ্রাম রুটে যাত্রা বন্ধ করে দেওয়ায় অন্য সংস্থাগুলো টিকিটের দাম বাড়িয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.