জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল হোসেন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল হোসেন।

নিজের ওপর হামলা ও নির্বাচনী পরিবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে ড. কামালসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাগুলো তুলে ধরা হবে।
এর আগে শুক্রবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ঐক্যফ্রন্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.