বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

নেত্রকোণা জেলার খালিযাজুরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনোয়ার হোসেন বেগ (কাসেম) ও সাবেক চাকুয়া ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. রহমত আলীর নেতৃত্বে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

সোমবার বিকাল ৩টায় উপজেলার চাকুয়া ইউনিয়ন কমপ্লেক্স এলাকায় নির্বাচনী পথসভায় নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিযাজুরী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি রেবেকা মমিনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা।

এ দিকে চাকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী সাবেক এমপি রেবেকা মমিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ছানোয়ারুজ্জামান জোসেফ, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেওয়ান আবদুস সাত্তার প্রমুখ।

বক্তারা এসময় আওয়ামী লীগে সরকারের আমলে হাওরাঞ্চলের বিভন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.