যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় ৬ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় গ্রেপ্তার ছয় পুলিশ কর্মকর্তা
বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় গ্রেপ্তার ছয় পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রে’র (২৫) মৃত্যুর ঘটনায় ৬ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে হামলা থেকে শুরু করে সেকেন্ড ডিগ্রি মার্ডার।
পুলিশের হেফাজতে থাকাকালীন গত মাসে ফ্রেডি গ্রে’র মৃত্যুর পর বাল্টিমোর শহরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সর্বশেষ পুলিশ সদস্যের গ্রেপ্তারের ঘটনায় বাল্টিমোরের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।
স্থানীয় সময় শুক্রবার বাল্টিমোরের স্টেট অ্যাটর্নি (সরকারি কৌঁসুলি) ম্যারিলিন মসবি এক সংবাদ সম্মেলনে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘোষণার পর সেখানকার মানুষেরা উল্লাস প্রকাশ করেন। তিনি জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী পুলিশ ভ্যানের ভেতর হাতকড়া পরানো গ্রে মেরুদণ্ডে আঘাত পেয়ে মারা গেছেন।
স্টেট অ্যাটর্নি মেরিলিন মসবি বলেন, ফ্রেডি গ্রে’কে আটক করার ঘটনা ছিল অবৈধ এবং এই হত্যাকা- নরহত্যার শামিল। তিনি বলেন, পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মেরুদ-ে আঘাতজানিত কারণে তিনি মারা গেছেন। এসময় তাকে সিটবেল্ট দিয়েও বাঁধা হয়নি। তিনি বলেন, গ্রে তার ঘাড়ে গুরুতর চোট পেয়েছেন। পুলিশ ভ্যানের ভেতরে তাকে হাতকড়া ও পায়ে শেকল পরানোর কারণেই তিনি এই আঘাত পেয়েছেন।
পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে হামলা থেকে শুরু করে সেকেন্ড ডিগ্রি মার্ডার। ভ্যান চালকের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধে সবচে গুরুতর সেকেন্ড ডিগ্রি মার্ডারের- অভিযোগ আনা হয়েছে। অন্যদের বিরুদ্ধে আনা হয়েছে অনিচ্ছাকৃত হত্যাকা- হামলা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসার পর বিক্ষোভকারীরা আনন্দে চিৎকার করে উঠে।
মেরিলিন মসবি এসময় বিক্ষোভকারীদের শান্তি হওয়ার আহবান জানান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার স্বার্থেই সবাইকে শান্ত হতে হবে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন লেফটেন্যান্ট এবং একজন সার্জেন্ট। মামলা দায়েরের পরপরই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এর আগে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
এদিকে পুলিশের ইউনিয়নের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে তারা যথাযথভাবেই তাদের কাজ করেছেন।

পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রে
পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রে

উল্লেখ্য, পুলিশের সহিসংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলীয় নিউইয়র্ক শহর থেকে শুরু করে মধ্যাঞ্চলীয় ডেনভার পর্যন্ত বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। বুধবার অনুষ্ঠিত এসব বিক্ষোভের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি বর্ণবাদী সহিংসতা কবলিত বাল্টিমোর শহরে হয়েছে। শহরটিতে দুদিন ধরে দাঙ্গা চলার পর বুধবার কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়েছে।
বাল্টিমোরের আগে ক্লিভল্যান্ড, মিজৌরির ফার্গুসন, নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের অন্য কয়েকটি এলাকায় শ্বেতকায় পুলিশের গুলি বা নির্যাতনে আফ্রিকান-আমেরিকানদের (কৃষ্ণকায়) মৃত্যু নিয়ে দেশটিতে উত্তেজনা বিরাজ করছিল। এসব ঘটনার প্রতিক্রিয়ায় বুধবারের প্রতিবাদগুলো হয়। নিউইয়র্কের ম্যানহাটনের কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় যান চলাচল বন্ধ করে রাস্তায় অবস্থান নেয়। এসময় পুলিশ ৬০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। ডেনভারেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া বোস্টন, হিউস্টন, ফার্গুসন, মিজৌরি, রাজধানী ওয়াশিংটন ডিসি ও সিয়াটলেও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ যুবক গ্রেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ
বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ যুবক গ্রেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ

বাল্টিমোরে দাঙ্গা থামাতে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়। সান্ধ্য আইন কার্যকর করতে শহরটিতে তিন হাজার ন্যাশনাল গার্ড ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে কড়া পাহারার মধ্যে কয়েক হাজার বিক্ষোভকারী নগর কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.