এবার সিরাজগঞ্জ ডিসিকে হুমকি দিয়ে উড়ো চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উড়ো চিঠিতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও তার পরিবারকে হুমকি দেয়া হয়েছে।

বুধবার সকালে সিরাজগঞ্জ ডিসি অফিসের ঠিকানায় হুমকির এ চিঠিটি আসে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খাকি রঙের খামে এক পাতার এই চিঠিতে প্রেরকের নাম-ঠিকানা লেখা নেই। বিষয়টি পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আমার কর্মকাণ্ড তারা খেয়াল করছে। তিনদিনের মধ্যে আমি যদি ঠিক না হই তাহলে তারা আমাকে দেখে নেবে। শুধু আমাকে না আমার আত্মীয়-স্বজন ছেলে-মেয়ে ও সম্পত্তির উপর তারা নজর রাখছে। ঠিক না হয়ে গেলে তারা আক্রমণ চালাবে। চিঠির শেষের অংশে লেখা আছে চলমান।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর, বরগুনা ছাড়াও দেশের আরও কয়েকজন জেলা প্রশাসককে একই ধরনের চিঠি দিয়েছে অজ্ঞাত পরিচয়য়ের দুর্বৃত্তরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.