এয়ার ইন্ডিয়ার উন্নয়নে আরও বিনিয়োগ করবে ভারত সরকার

এয়ার ইন্ডিয়ার উন্নয়নে আরও বিনিয়োগ করবে ভারত সরকার।

ভারতের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার এখনই বিক্রি না করে বরং তাতে আরও বিনিয়োগ করবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। প্রতিষ্ঠানটিকে চাঙা করতে আপাতত দুই হাজার ৩০০ কোটি রুপি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য গত বৃহস্পতিবার সংসদের অনুমোদন চেয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। খবর আনন্দবাজার।

প্রায় এক দশক ধরে ধুঁকছে এয়ার ইন্ডিয়া। ঋণের বোঝা বেড়ে ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটিকে চাঙা করতে এর আগে এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার, কিন্তু কোনো প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে দেখা যায়নি। তাতে অর্থনৈতিক সংস্কারক হিসাবে প্রধানমন্ত্রীর যে ভাবমূর্তি গড়ে উঠেছিল। তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের উদ্যোগ নিচ্ছে সরকার।

চারটি ধাপে এয়ার ইন্ডিয়াকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত সপ্তাহেই জানান অসামরিক বিমান পরিবহন দফতরের প্রতিমন্ত্রী জয়ন্ত সিংহ। এর মধ্যে প্রথমটি হলো অর্থনৈতিক প্যাকেজ। কোন খাতে কত খরচ করে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা দেখা হবে। দ্বিতীয়টি হলো দীর্ঘদিন ধরে এয়ার ইন্ডিয়াকে নিয়ে বাজারে যে বদনাম রটেছে, তা ঘোচানো এবং নতুনভাবে ব্র্যান্ডিং করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা। তৃতীয়টি হলো পরিচালনা-সংক্রান্ত সংশোধন এবং সবশেষে বিমান সংস্থার কর্মীদের উৎসাহ জোগানো।

এর আগে ঋণের ভারে জর্জরিত প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়াকে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। গত মার্চে প্রতিষ্ঠানটির ৭৬ শতাংশ শেয়ার বেচতে নিলাম ডাকা হয়েছিল, কিন্তু তাতে আগ্রহ দেখায়নি কেউ। চেষ্টা করলে অনেক কম মূল্যে বেচতে হতো, আর সেটি করলে রাজনৈতিক খেসারত দিতে হতে পারে, এ আশঙ্কাতেই বিক্রির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছিল সরকার।

এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের জন্য সরকারের তরফ থেকে অতিরিক্ত দুই হাজার ২২১ কোটি রুপি বা ৩০৯ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। বিক্রেতাদের বকেয়া ঋণ পরিশোধের জন্য এ ঋণ চেয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র বলছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমান পরিবহন সংস্থাটি চলতি বছরের জন্য এরই মধ্যে সরকারের তরফ থেকে ছয় দশমিক পাঁচ বিলিয়ন রুপি ঋণ পেয়েছে। ভারত সরকার বছরের পর বছর ধরে ওই বিমান পরিবহন সংস্থাটিকে ধরে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়া দিন দিন ঋণগ্রস্ত হচ্ছে তার গ্রাহকদের কাছে, এমনটি শোনা যাচ্ছে সংশ্লিষ্ট মহলে।

এয়ার ইন্ডিয়ার আর্থিক প্রয়োজনীয়তা মিটিয়ে রাখতে ভারত সরকার অব্যাহত সহায়তা করবে বলে জানিয়েছিলেন দেশটির জুনিয়র সিভিল এভিয়েশনমন্ত্রী জয়ন্ত সিনহা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.