যান্ত্রিক ত্রুটির জেরে ১৮৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির জেরে ১৮৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ।

কলকাতাগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি ৷ মাঝ আকাশে আচমকাই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে ৷ তৎক্ষণাৎ পোর্টব্লেয়ারে জরুরি অবতরণ করে বিমানটি।

রবিবার দুপুরে পোর্টব্লেয়ার থেকে কলকাতা আসছিল বিমানটি ৷ রানওয়ে থেকে বিমান কিছুটা আকাশে ওঠার পরই আচমকা বাঁদিকের ইঞ্জিনে ত্রুটি দেখতে পান চালক ৷ আতঙ্কে চিৎকার করতে থাকেন বিমানযাত্রীরা ৷
১৮৪ জন যাত্রী নিয়ে তৎক্ষণাৎ বিমানটির জরুরি অবতরণ করান বিমান চালক ৷ পোর্টব্লেয়ারে বিমানটি অবতরণ করা হয় ৷ বিমান থেকেই নেমেই বিমানবন্দরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.