বড়দিনে ইউনাইটেড এয়ারলাইনসের কেবিন ক্রুর পোশাকে বিধিনিষেধ

বড়দিনে ইউনাইটেড এয়ারলাইনসের কেবিন ক্রুর পোশাকে বিধিনিষেধ।

বড়দিনে সবার মতোই উৎসবের আমেজে থাকেন বিমানের কেবিন ক্রুরা। তাই তাদের মাথায় লাল রঙা উপকরণ কিংবা গায়ে বড়দিনের আবহ রয়েছে এমন পোশাক থাকা অস্বাভাবিক নয়। তবে ইউনিফর্মের ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইনসে কর্মরত ফ্লাইট অ্যাটেনড্যান্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। উৎসবনির্ভর যেকোনও জিনিস এড়িয়ে চলতে হবে তাদের।

ইউনাইটেড এয়ারলাইনসের ফাঁস হয়ে যাওয়া একটি মেমোতে জানা যায়, বিমানবালারা কী পরতে পারবেন আর কী পারবেন না। এতে স্পষ্টভাবে বলা আছে, পোশাকের সঙ্গে আনুষঙ্গিক সব জিনিস হতে হবে মার্জিত।

মেমো অনুযায়ী— রক্ষণশীল স্কার্ফ, কানের দুল কিংবা একটি পিন ব্যবহার করতে পারবেন ইউনাইটেড এয়ারলাইনসের বিমানবালারা। তবে ফ্লাইট ক্রুদের জন্য তালিকার বেশিরভাগ আইটেম নিষিদ্ধ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো— মাথার সাজসজ্জার উপকরণ, বড়দিনের উপযোগী জাম্পার, মোজা ও আঁটসাঁট পোশাক। এ কারণে কেবিন ক্রুরা বড়দিনের ইউনিফর্ম হিসেবে রঙ-বেরঙের জাম্পার, বাহারি টুপি কিংবা আঁটসাঁট মোজা পরতে পারবেন না।
ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট অ্যাটেনড্যান্টরা পেশাদার। তবুও প্রতি বছর বড়দিনের আগে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে ইউনিফর্মের ব্যাপারে কিছু বিষয় মনে করিয়ে দেওয়া হয় তাদের। সেজন্যই এই মেমো পাঠানো।

যদিও বেশিরভাগ বিমান সংস্থা কর্মীদের মধ্যে বড়দিনের আবহ ছড়িয়ে দিতে চায়। ইংল্যান্ডের লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পর ব্রিটিশ চার্টার এয়ারলাইন জেটটু’র ফ্লাইটে পরী ও বল্গাহরিণ সেজে শিশুদের জন্য বড়দিনের উপহার সামগ্রী বিতরণ করেছেন কেবিন ক্রুরা।

ক্রিসমাস জাম্পার ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভার্জিন আটলান্টিক। এই বিমান সংস্থার কেবিন ক্রু সদস্যরা ইউনিফর্ম পরিবর্তনের সুযোগ পেয়েছে। বড়দিনের আগের সন্ধ্যা, বড়দিন ও বক্সিং ডেতে বিশেষভাবে ডিজাইন করা জাম্পার পরবেন তারা।

বড়দিনে যাত্রীদের মধ্যে জাম্পার পরে এলে অন্যদের চেয়ে আগে বিমানে ওঠার অনুমতি দেবে আলাস্কা এয়ারলাইনস। প্রতি বছরই এমন সুযোগ রাখে এই বিমান সংস্থা। এছাড়া এমিরেটস বড়দিন উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.