জার্মানিতে মাহান এয়ায়ের ফ্লাইট নিষিদ্ধের খবর অস্বীকার করল ইরান

জার্মানিতে মাহান এয়ায়ের ফ্লাইট নিষিদ্ধের খবর অস্বীকার করল ইরান।

আগামী মাস থেকে জার্মান সরকার সেদেশে ইরানের বেসরকারী বিমান পরিবহন সংস্থা- মাহান এয়ারের ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে কোন কোন সংবাদ সংস্থা যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে তেহরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফারজাদে বার্তা সংস্থা ইসনাকে বলেছেন, এই খবরের বিষয়ে আমাদের কাছে কোন দলিল নেই এবং আমরা এ ধরনের খবরের সত্যতা নিশ্চিত করছি না।

তিনি বলেন, মাহান এয়ারকে নিষিদ্ধ করে জার্মান সরকারের কোন বিভাগ থেকে তেহরানকে কোন ধরনের চিঠি বা রিপোর্ট দেয়া হয়নি। এমনকি জার্মানির কোন কর্মকর্তাও এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে শোনা যায়নি।

জার্মানির মিউনিখ ও ডুসেলডরফ শহরে বর্তমানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে মাহান এয়ার। গত শুক্রবার জার্মানির বিতর্কিত বিল্ড পত্রিকা দাবি করেছিল, দেশটির সরকার আগামী মাস থেকে জার্মানিতে মাহান এয়ারের ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.