ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিমান উড্ডয়নে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিমান উড্ডয়নে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা।

ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বিমান উড্ডয়নে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রানওয়েতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার পর বিমানবন্দরটি থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বিমান উড্ডয়নের জন্য রানওয়ের দৃষ্টিসীমা কমপক্ষে ১২৫ মিটার প্রয়োজন হয়। তবে অবতরণে কোনো জটিলতার কথা জানা যায়নি।
এদিকে, দিল্লি ছাড়াও ভারতের উত্তরের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে বিমানসহ যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.