সিটি নির্বাচন বয়কট না করলে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতে পারতো বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার (০৩ মে) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির ঘটনাসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা না ঘটলে ভাল হতো।
বিএনপির সিটি নির্বাচন বয়কট করার ব্যাপারে তিনি বলেন, তারা আশঙ্কা করেছিলো নির্বাচনে জয়ী হতে পারবেনা। কিন্তু ভোট বর্জন করার পরেও তারা তিন লাখের বেশি ভোট পেয়েছে।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছান তিনি। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল মাষ্টার, সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।