ড. কামালের মন্তব্যের জবাব দেবে ভারত: ওবায়দুল কাদের

ড. কামালের মন্তব্যের জবাব দেবে ভারত: ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতকে নিয়ে ইতিমধ্যে ড. কামাল যেসব মন্তব্য করেছেন, তার জবাব দেবে ভারত সরকার ও ইন্ডিয়ান হাইকমিশনার অফিস।
শুক্রবার ফেনী মাইজদির আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যাচ্ছে।
তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবির নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করার জন্য বলা হচ্ছে। তবে আমরা তাদের এ উসকানিতে পা দেব না। কারণ কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা ইতিমধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে বৃহস্পতিবার সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ড. কামাল হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগকে ভারত সমর্থন দেয়া অব্যাহত রাখলে বাংলাদেশের গণতন্ত্রায়ণ প্রক্রিয়া ধ্বংস হয়ে যেতে পারে।
ড. কামাল হোসেনের এই মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতকে নিয়ে ইতিমধ্যে ড. কামাল যেসব মন্তব্য করেছেন, তার জবাব দেবে ভারত সরকার ও ইন্ডিয়ান হাইকমিশনার অফিস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.