বিমানের মধ্যেই পোশাক খুলে নগ্ন হাঁটতে শুরু করলেন যাত্রী।
শনিবার তখন বিমানের যাত্রীরা কেউ গল্পে মশগুল, কেউ বা কাগজ পড়ছেন, কেউ আবার গান শুনছেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে দুবাই থেকে লক্ষ্ণৌ আসছিলেন যাত্রীরা। হঠাৎ এক আজব দৃশ্য দেখে সকলেই হতচকিত। তাঁদেরই একজন পুরুষ সহযাত্রী মাঝ আকাশে বিমানের মধ্যে সব পোশাক খুলে ফেলেলেন, তারপর সকলকে আরও অবাক করে দিয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াতে শুরু করলেন করিডোরে।
এয়ারলাইন্স সূত্রের খবর, বিমানের মধ্যে ক্রু সদস্যরা এমন বেগতিক দেখে তড়িঘড়ি কম্বল নিয়ে দৌড়ে আসেন এবং ওই ব্যক্তির গায়ে কম্বল জড়িয়ে দেন। এরপর দুই জন ক্রু সদস্য তাকে আটকে রাখেন এবং বিমান যতক্ষণ না অবতরণ হয় ততক্ষণ তাঁকে একটি আসনে বসিয়ে রাখেন।
কেন হঠাৎ জামা কাপড় খুলে নগ্ন হয়ে গেলেন ওই ব্যক্তি তা অবশ্য স্পষ্ট নয়। ঘটনাটি ঘটে ফ্লাইট IX-194-এ। ঘটনার সময় ওই বিমানে ১৫০ জন যাত্রী ছিলেন।
বিমান বেলা ১২.০৫ নাগাদ লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণ করে এবং ওই অদ্ভুত যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র এএনআইকে বলেন, “বিমানের ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী, যাত্রীকে লক্ষ্ণৌ বিমানবন্দরে এয়ারলাইন্স সিকিউরিটিকে হস্তান্তর করা হয়েছিল। ঘটনাটির তদন্ত চলছে”। একই বিমান ফের শনিবার দুপুর ২.০৫ নাগাদ লক্ষ্ণৌ থেকে দুবাই রওনা হয়।