রানওয়েতে গাড়ি, বন্ধ বিমান চলাচল !

রানওয়েতে গাড়ি, বন্ধ বিমান চলাচল !

সবে একটি উড়ান অবতরণ করেছে৷ তার কিছুক্ষণের মধ্যে রানওয়েতে হঠাৎ কোথা থেকে ঢুকে পড়ল একটি গাড়ি৷ পিছন পিছন ছুটলেন নিরাপত্তা কর্মীরা৷ ধাওয়া করে ধরলেন গাড়িটিকে৷ গ্রেফতার করা হয় গাড়ির চালককে৷ তবে এই ঘটনায় প্রভাব পড়েছে বিমান চলাচলে৷ আপাতত উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

শনিবারের ঘটনাটি জার্মানির ল্যাংগেনহাগেনের হ্যানোভার বিমানবন্দরের৷ সেখানে এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ পোলিশ প্লেট লাগানো একটি গাড়ি নিয়ম ভেঙে রানওয়েতে ঢুকে পড়ে৷ ফেডারেল পুলিশ দ্রুত গাড়িটির পথ আটকায়৷ গাড়ির চালককে গ্রেফতার করেছে৷

ঘটনার পরই রানওয়ে ঘিরে ফেলে পুলিশ৷ সেখান থেকে বিমান ওঠা নামার অনুমতি দেওয়া হয়নি৷ ফলে দুপুরের পর থেকে একরকম থমকে হ্যানোভার বিমানবন্দরের কাজকর্ম৷ যে বিমানগুলি নামার কথা সেগুলির রুট পরিবর্তন করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

ব্যস্ততার নিরিখে হ্যানোভার জার্মানির নবম বিমানবন্দর৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে এখনও পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে৷ রানওয়েতে গাড়ি ঢুকে পড়ার ঘটনা এই প্রথম নয়৷ চলতি বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সের লিয়ন বিমানবন্দরের রানওয়েতে বেআইনিভাবে একটি গাড়ি ঢুকে পড়েছিল৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.