এয়ার ইন্ডিয়া কে বাঁচাতে খোঁজ পেশাদারের

এয়ার ইন্ডিয়া কে বাঁচাতে খোঁজ পেশাদারের।

সংস্থার ঘাড়ে চেপে ৫৫ হাজার কোটিরও বেশি ধার। অবস্থা বেগতিক বুঝে তাকে বিক্রির রাস্তায় নামলেও, খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রকে। এই অবস্থায় এয়ার ইন্ডিয়া-কে (এআই) উদ্ধারে এ বার বিমান শিল্পের বাছাই করা পেশাদারদের উপরে আস্থা রাখতে চাইছে তারা। যাতে সংস্থা পরিচালনায় আনা যায় পেশাদারিত্ব। যে কারণে সংস্থার শীর্ষ পদগুলিতে নিয়োগের জন্য বিশ্ব জুড়ে উপযুক্ত প্রার্থী খোঁজার পরিকল্পনা করেছে সরকার। বিমানমন্ত্রী সুরেশ প্রভু এ কথা জানিয়ে বলেন, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটিকে চাঙ্গা করার যে চেষ্টা চলছে, এটি তারই অঙ্গ।
সম্প্রতি ভারতের বিমান প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা জানিয়েছেন, বিক্রির উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে এআই-কে ঘুরিয়ে দাঁড় করানোর পথে হাঁটতে চাইছেন তাঁরা। সরকারের তরফে দাবি, সেই প্রক্রিয়ার শুরুতেই এআই পরিচালনার কাজকে আরও পেশাদারি করে তোলার কথা ভাবছে তারা। প্রভুর কথায়, ‘‘এয়ার ইন্ডিয়ায় পুরোপুরি পেশাদারিত্ব আনতে সারা বিশ্বে যোগ্য প্রার্থী খোঁজার নির্দেশ দিয়েছি। সংস্থার উপরের দিককার সমস্ত পদ এ ভাবেই পূরণ করা উচিত। প্রস্তাবটি খতিয়ে দেখছে কেন্দ্র।’’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.