সাইকেলের মতো চালিয়ে উড়ে যাবেন আকাশে!

বিমান বলতেই কল্পনায় আসে রানওয়ে, জটিল সব যন্ত্রপাতি, বিমানসেবিকা, পাইলট। আকাশে বিমান ওড়া মানেই আহামরি কাণ্ড।

এখন কল্পনা নয় বাস্তবেই এমন বিমান পেতে পারেন যেখানে ককপিটে বসে দিব্যি সাইকেলের মতো চালিয়ে উড়ে যাবেন আকাশে!

এক আসন বিশিষ্ট এমন হাই টেক বিমান নিয়ে আসছে সুইজারল্যান্ডের সংস্থাটি।

মটরে চালিত এই বিমানগুলোকে গ্লাইডারও বলছেন কেউ কেউ।

তবে এর নাম দেয়া হয়েছে আর্কিওপটেরিক্স। ডাইনোসর আমলের সেই পাখির নামে রাখা হয়েছে এই বিমানের নাম।

সংস্থাটি জানিয়েছে, হালকা এই বিমানে চড়ে প্রায় ৫০০ কিমি পর্যন্ত টানা ওড়া যাবে।

সে পরীক্ষায় সফলও হয়েছেন তারা। ইতিমধ্যে সুইজারল্যান্ডের একটি ক্লাবে এই বিমান চালিয়েছেন অনেকে।

শুধু সেখানেই নয়, আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে এই বিমান।

এই বিমান কিনতে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।

গাড়ির বদলে এই বিমানকে বেছে নিতে চাইছেন কেউ কেউ।বিমানের দাম ধরা হয়েছে ৭২ হাজার ইউরো, প্রায় ৬৯ লাখ টাকা।

যানজট এড়াতে এ পরিমাণ টাকা গুনতেই পারে সমর্থবানরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.