নেপালের ভূমিকম্পে দুর্গতদের জন্য ১০(দশ) হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই চাল ও খাবার পানি পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে নেপালে যাবে বলে এতে জানানো হয়।