১৬ হাজার ডলারের প্লেন টিকিট ভুলক্রমে ৬৭৫ ডলারে বিক্রি

১৬ হাজার ডলারের প্লেন টিকিট ভুলক্রমে ৬৭৫ ডলারে বিক্রি।

অনেকের দৃষ্টিই এখন ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেডের দিকে! ভুল দামে টিকিট বিক্রি করে ফেলায় যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে তাদের, তা সামাল দিতে কী পদক্ষেপ নেন তারা সেদিকেই তাকিয়ে বিশ্ব।

ব্লগারদের মতে, এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক পরিবহন ভিয়েতনাম থেকে কানাডা এবং যুক্তরাষ্ট্রে ইকোনমি ক্লাসের দামে বিজনেস-ক্লাসের টিকেট বিক্রি করা হয়েছে।

এই মারাত্মক ভুলের জন্য কম্পিউটার সিস্টেমে একটি অত্যাধুনিক হ্যাকের বিষয়ও উঠে আসছে। যা বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা ৯ দশমিক ৪ মিলিয়ন যাত্রীর ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে দিয়েছে।

গত বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে ভিয়েতনামের ডা নাং থেকে নিউইয়র্কের একটি ব্যবসায়িক-শ্রেণির রিটার্ন টিকিটের দাম ছিল ১৬ হাজার ডলার।

অন্য এয়ারলাইন্স অবশ্য সামান্য ভাড়া সংক্রান্ত ত্রুটি করেছে আগেও। ২০১৪ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড এবং হংকং এয়ারলাইন্স বিজনেস ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসের দামে বেচে দেয়। যদিও তারা কেউই জানাননি সস্তা দামে কতজন মানুষ টিকিট কিনেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.