বিমানে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু

টেক অফের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়ল বছর ষোলোর কিশোর। বিমানবন্দর থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। আরজি কর হাসপাতালে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার জেরে বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে প্রায় মিনিট পনেরো বন্ধ ছিল বিমান চলাচল।

মৃত কিশোরের নাম সুমন পান। বেশ কয়েক বছর হার্টের অসুখ ভুগছিল সে। চিকিৎসার জন্য ছেলেকে বেঙ্গালুরু নিয়ে যেতে চেয়েছিলেন পরিবারের লোকেরা। বৃহস্পতিবার ভোরের বিমানে যাওয়ার কথা ছিল। পরিবারের লোকেরা জানিয়েছেন, সুমনের যে হার্টের সমস্যা আছে তা আগেভাগে বিমান সংস্থাকে জানিয়েছিলেন তাঁরা। আপদকালীন পরিস্থিতির জন্য বেসরকারি সংস্থার ওই বিমানে লাইফ সাপোর্ট সিস্টেম রাখা ছিল। কিন্তু, তার আর প্রয়োজন পড়ল না। দমদম থেকে বিমানে ওঠার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুমন। শেষ পর্যন্ত আরজি কর হাসপাতালে মারা যায় সে।

সকাল ৬টা ৫৫ মিনিটে টেক অফের জন্য রানওয়েতে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরুগামী বিমানটি। বিমানে বসেই অসুস্থ বোধ করে সুমন। খবর পাওয়ামাত্রই দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন পাইলট।  তড়িঘড়ি বিমানটিকে রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয়। বিমান থেকে নেমে ছেলেকে ভিআইপি রোড লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সুমনের পরিবারের লোকেরা। কিন্তু, শারীরিক অবস্থায় অবনতি হওয়ার ওই কিশোরকে পাঠানো হয় আরজি কর হাসপাতালে। আরজি করে নিয়ে যাওয়ার পথে মারা যায় সুমন পান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.