৮৯৯ টাকায় প্লেনের টিকিট

৮৯৯ টাকায় প্লেনের টিকিট।

নতুন বছরে নিজস্ব সংস্থার বিমানে আরও বেশি সাধারণ যাত্রী টানতে প্লেনের টিকিটে বিরাট ছাড় ঘোষণা করছে ভারতের দেশি উড়ান সংস্থাগুলি।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো সংস্থাটি আগামী রবিবার অর্থাৎ ১৩ জানুয়ারি পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে তাদের অন্তর্দেশীয় উড়ানের টিকিটে। টিকিটের ভাড়া ন্যূনতম ৮৯৯ টাকা।

অন্য দিকে গো এয়ার নামক সংস্থাটিও বিশেষ ছাড় দিচ্ছে। ৯৯৯ টাকায় পাওয়া যাবে গো এয়ারের টিকিট। আগামী ২৫ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্দেশীয় উড়ানের জন্য পাওয়া যাবে এই ছাড়।
শুধু দেশ নয়, বিদেশ যাত্রাতেও বিশেষ ছাড় দিচ্ছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। ভারতের দশটি শহর থেকে নিয়মিত আবু ধাবি, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা যাওয়ার বিমান চালায় আবু ধাবির সংস্থা ইথাড এয়ারওয়েজ। ২৯ জানুয়ারি থেকে মার্চ মাসের ২৯ তারিখের মধ্যে কোনও উড়ানের টিকিট কাটলে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে মিলবে ৩৫ শতাংশ ছাড়। অন্য দিকে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে বিজনেস ক্লাসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.