আর উড়বে না বিশ্বের দীর্ঘতম বিমান!
বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজ এয়ারল্যান্ডার-১০ স্থায়ীভাবে গ্রাউন্ডেড হয়ে গেলো। কারণ ডেভেলপাররা নতুন মডেল নিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে। ২০২০ সালের শুরুর দিকে এটি আকাশে উড়বে বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের বেডফোর্ড ভিত্তিক হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) জানিয়েছে, নতুন বিমান তৈরির কাজ শুরু করতে সমর্থন দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
এইচএভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন ম্যাকগ্লেনান জানান, ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি ইতোমধ্যে নতুন আকাশযানের নকশা অনুমোদন দিয়েছে। গ্রাহকদের সেবায় সর্বোচ্চ মানের আকাশযান প্রস্তুত করাই এখন তাদের লক্ষ্য।
২০১৭ সালের নভেম্বর বিধ্বস্ত হয় এয়ারল্যান্ডার-১০। এরপর ৩ কোটি ২০ লাখ পাউন্ড বীমা দাবি করে এইচএভি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৩৪৪ কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকা।
বিধ্বস্ত হওয়ার আগে ছয়টি পরীক্ষামূলক ফ্লাইট সম্পূর্ণ করে এয়ারল্যান্ডার-১০। ২০১৬ সালের আগস্টে যুক্তরাজ্যের কারডিংটন এয়ারফিল্ড থেকে এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইট উড্ডয়ন করে।