সিরিয়ার সঙ্গে ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় ফ্লাই দুবাই।
সিরিয়ার সঙ্গে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ সংস্থা ফ্লাই দুবাই। প্রাথমিকভাবে দামেস্কে ফ্লাইট পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছে কম খরচের এয়ারলাইনসটি। তবে কবে নাগাদ তা শুরু হতে পারে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। খবর: আরব নিউজ।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের সবগুলো এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। তবে শিগগিরই পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির (জিসিএএ) নিদের্শনা মান্য করবে ফ্লাই দুবাই।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিরিয়ার বাজারে পুনরায় প্রবেশের বিষয়টি বিবেচনা করছে ফ্লাই দুবাই। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় এয়ারলাইনসের সঙ্গে সিরিয়ার পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সিরিয়ার সঙ্গে উড়োজাহাজ চলাচল শুরু বিষয়ে কয়েকটি এয়ারলাইনসের বিষয়ে তথ্য প্রকাশ হয়েছে। গত দু’সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন করে দূতাবাস চালু হতে পারে এমন গুঞ্জন ওঠার পর তা নাকচ করে দিয়েছে রাশিয়া ও যুক্তরাজ্য।
গত কয়েক বছরের গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময়ে বিশ্বের অধিকাংশ এয়ারলাইনস দেশটির সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরই মধ্যে ফ্লাই দুবাই ফ্লাইট পরিচালনা শুরু করলে তা দেশটির জন্য ইতিবাচক খবর হবে বলেই মনে করা হচ্ছে।
সিরিয়ায় দীর্ঘদিন ধরেই গৃহযুদ্ধ চললেও গত কয়েক মাসে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট প্রায় সম্পূর্ণ পরাজিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে দেশটির অনেক স্থানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যদিও অনেক স্থানে এখনও খণ্ড খণ্ডভাবে যুদ্ধ চলার খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে যুক্তরাষ্ট্র সেখান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এছাড়া সিরিয়ায় বর্তমানে রাশিয়া, তুরস্কসহ কয়েকটি দেশের সেনা মোতায়েন রয়েছে।