ইতালিতে দিপু মণ্ডল (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি দুপুরে পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। দিপু ইতালির নাপলি প্রভিন্সের পালমা কম্পানিয়ায় বসবাস করতেন।
তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রামে। বাবার নাম প্রাণ কৃষ্ণ মণ্ডল। ২০১২ সালে সংসারে স্বচ্ছলতা ফেরাতে দিপু ইউরোপের দেশ ইতালি যান। এ জন্য শেষ সম্বল এক টুকরো জমি বিক্রি করে তাকে ৮ লাখ টাকা জোগাতে হয়েছিল।
দিপুর রুমমেট জাকির হোসেন জানান, ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান দিপু। এরপর দুপুরে বাসায় ফেরেননি। তিনি রাতে বাসায় ফিরে তার মৃত্যুর খবর পান। এক ইতালীয় নাগরিক দুপুরে সড়ক পাশের জঙ্গলে তার লাশ দেখতে পান এবং থানায় খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জাকির হোসেন আরও জানান, দিপু মাঝে মাঝে অসংলগ্ন কথা বলতেন। বেশিরভাগ সময়ই চুপচাপ থাকতেন। তার আকস্মিক মৃত্যুতে পালমা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দিপুর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে তার বাবা-মাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।