যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের কার্টার রাশ ‘বিএনএস সমুদ্র অভিযান’ বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে দেশটির কোস্টগার্ডের দেওয়া দ্বিতীয় জাহাজ হিসাবে ‘বিএনএস সমুদ্র অভিযান’ নৌবাহিনীতে যুক্ত হলো।
বুধবার (০৬ মে) ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকেট বাংলাদেশ নৌবাহিনীর কাছে জাহাজটি হস্তান্তর করেন।
এর আগে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের ক্যালোফোর্নিয়ার অ্যালামেডায় এ সংক্রান্ত একটি চুক্তি সই করা হয়।
৩৭৮ফুট বিশিষ্ট ‘বিএনএস সমুদ্র অভিযান’ বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ সমুদ্র জয়-এর সহযোগী হিসাবে থাকবে নৌবাহিনীতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনীর একটি দল বর্তমানে অ্যালামেডায় রাশ ক্রু’দের সঙ্গে কাজ করছে এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও নিচ্ছেন। যাতে ওই জাহাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন তারা।
বিএনএস সমুদ্র অভিযানে উচ্চ গতির ক্ষমতা সম্পন্ন, সামুদ্রিক নিরাপত্তা, টেকসই ও বৃহত্তর এলাকা কাভারেজ, ছোট ছোট নৌকা পুনরুদ্ধারের করার ক্ষমতা, সেইসঙ্গে বিমান চালানোর সামর্থ এবং হেলিকপ্টার নামানোর সুযোগ রয়েছে।
চলতি বছরের শেষের দিকে বাংলাদেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা রয়েছে জাহাজটির।