মালয়েশিয়া প্রবাসীদের টাকা পাঠাতে চালু হলো ‘ইউপে ফেলমো’

বৈধ উপায়ে দেশে টাকা পাঠাতে মালয়েশিয়ায় চালু হয়েছে ‘ইউপে ফেলমো’র মোবাইল অ্যাপ।

স্বদেশি মালিকানাধীন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ফেল্ডা মোবাইল কোম্পানি চালু করেছে ‘ইউপে ফেলমো’ নামে ব্যাংকিং অ্যাপ সুবিধা।

এ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন। প্রেরিত টাকা ইউপে গ্রাহক ছাড়াও বিভিন্ন ব্যাংক, এজেন্ট এবং এটিএম মেশিন থেকে উত্তোলন করা যাবে বলে জানালেন কোম্পানির সিইও প্রকৌশলী সাব্বির চৌধুরী।

শনিবার সন্ধ্যায় কোম্পানির মিটিং রুমে সাংবাদিকদের সঙ্গে কার্যপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির সিইও প্রকৌশলী সাব্বির চৌধুরী সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ‘ইউপে ফেলমো’ চালু করেছে মোবাইল ব্যাংকিং অ্যাপ সুবিধা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাব্বির চৌধুরী বলেন, অবৈধ পন্থায় টাকা না পাঠাতে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে কাজ করবে তার কোম্পানি। একই সঙ্গে হুন্ডিকে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলেও জানান তিনি।

পাশাপাশি ফেলমু ফোনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাংবাদিকসহ প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.