প্লেনে বোমা! অবতরণের পর জানা গেল ভিন্ন ঘটনা।
আকাশ পথেই ইউটার্ন নিল বিমান। গন্তব্যস্থান রেনেসে আর যাচ্ছেনা বিমানটি জানালেন পাইলট।
ফ্রান্সের লিয়ঁ থেকে উড়েছিল যাত্রীবোঝাই বিমানটি। হঠাৎ করে পাইলটের এমন ঘোষণার কারণ জানা গেল, বিমানে বোমা রয়েছে। তাই গ্রাউন্ড স্টেশনের নির্দেশ মতো লিয়ঁতে ফিরে যাচ্ছে বিমান।
লিয়ঁ বিমানবন্দরে একটি ফোন থেকে অজ্ঞাত কেউ জানিয়েছেন এমন তথ্য।
তাই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিমানটিকে ফিরিয়ে আনা হচ্ছে।
লিয়ঁ বিমানবন্দরে নেমেই বিমানটিতে চলল তল্লাশি। কিন্তু কোথাও কোনো বোমার সন্ধান নেই।
এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের তদন্ত শুরু হলে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাচ্ছেননা বলে বিমানে বোমা আছে বলে ফোন করেন তেইশ বছরের এক তরুণ।
আর তার এই চালাকি কাজেও লেগে যায়। উড়ন্ত বিমান ফিরে আসে লিয়ঁতে।
গত ১৮ জানুয়ারি ফ্রান্সে ঘটেছে এমন ঘটনা।
এরপর সেই ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় ওই যুবককে।
পুলিশি জেরায় ওই যুবক জানিয়েছেন, মা-বাবার সঙ্গে দেখা করতে না চাওয়ার কারণেই ফ্লাইট বাতিলের জন্য বোমাতঙ্কের গুজব ছড়িয়েছিল সে।
বিচারে দোষী সাব্যস্ত হলে তার পাঁচ বছরের জেল এবং আর্থিক জরিমানা হতে পারে বলে জানিয়েছে ফ্রান্স পুলিশ।
তদন্তকারীরা জানান, পড়াশোনার জন্য ওই যুবক বহুদিন বাবা-মা থেকে দূরে আছেন।
গত ১৮ জানুয়ারির ওই ফ্লাইটে ছেলের সঙ্গে দেখা করতে যুবকের বাবা-মা লিয়ঁ থেকে রেনেস যাচ্ছিলেন।