মাদ্রিদ বিমানবন্দরে পরিত্যক্ত উড়োজাহাজ, খোঁজা হচ্ছে মালিক।
মাদ্রিদের একটি বিমানবন্দরে বছরে পর বছর পড়ে আছে একটি বিমান। কোনো নড়চড় নেই তার। তাতে নেই কোনো মানুষ। কেউ এর মালিকানাও দাবি করছে না। পরিত্যক্ত ওই বিমানটিকে তাই ভৌতিক বিমান বলে আখ্যায়িত করা হয়েছে। এখন বিমানটির মালিক কে তা খুঁজে পাওয়ার চেষ্টা করছে অ্যালফ সুয়ারেজ-মাদ্রিদ বারাজাস বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি টারমার্কে পার্ক করা রয়েছে বহু বছর ধরে। তবে সুস্পষ্ট কতদিন বা কত বছর বিমানটি ওইভাবে রয়েছে তা নিশ্চিত করা হয় নি।
এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে ওই বিমাবন্দরের পরিচালক এলেনা মেয়োরাল স্পেনের অফিসিয়াল গেজেটে একটি নোটিশ জমা দিয়েছেন। তাতে দেশবাসীকে জানানো হয়েছে, তাদের বিমানবন্দরে সুস্পষ্ট পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটি বিমান। ওই নোটিশ অনুযায়ী বিমানটি হলো ম্যাকডোনেল ডগলাস এমডি৮৭। এর রেজিস্ট্রেশন নম্বর- ইসি কেআরভি। একই রকম একটি বিমানকে বিলাসবহুল বেসরকারি জেটে পরিণত করা হয়েছে। তা বর্তমানে ক্যালিফোর্নিয়ায় একটি জেট বিমান বিক্রয়কারী প্রতিষ্ঠান ব্লুমার ডি ভেরে ডাহলফোরস-এ বিক্রির জন্য রয়েছে। এর দাম ৪৮ লাখ ডলার।
মাদ্রিদ বারাজাস বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, যে বিমানটি পরিত্যক্ত আছে তা একটি এয়ারক্রাফট। স্পেনের নিয়ম অনুযায়ী এটির বিষয়ে কর্তৃপক্ষ সরকারি পর্যায়ে টানা তিন মাস নোটিশ প্রকাশ করবে। তারপর এক বছর অপেক্ষা করবে যে, কেউ এর মালিকানা দাবি করেন কিনা। যদি কেউ এর মালিকানা দাবি না করেন তাহলে ধরে নেয়া হবে যে, বিমানটি আইনগতভাবে পরিত্যক্ত এবং সরকারি নিলামে তা বিক্রি করে দেয়া যাবে।
এখানে উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন স্থানে অনেক বিমান অলস পড়ে আছে। আবার ভাঙারি অবস্থায় জীবনের শেষ দিনগুলো পাড় করছে। কিন্তু একটি সচল বিমানবন্দরে এভাবে পরিত্যক্ত বিমান পড়ে থাকার ঘটনা বিরল। ২০১৫ সালে একই রকম ঘটনা ঘটেছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ভিন্ন ভিন্ন সময়ে তিনটি প্রকান্ড বোয়িং ৭৪৭ কার্গো বিমান পরিত্যক্ত দেখা যায়। এক বছর পর্যন্ত তাতে কেউ স্পর্শও করে নি। এরপর ওই বিমানগুলোর মালিক খোঁজা হয়েছিল। তখন বিমানবন্দর কর্তৃপক্ষ মালয়েশিয়ার দ্য স্টার ও সিন চিউ ডেইলি পত্রিকায় বিজ্ঞাপন দেয়। তাতে অনুরোধ জানানো হয়, বিমানের মালিককে দয়া করে গিয়ে বিমান কালেক্ট করতে। দ্য স্ট্রেইটস টাইমসের রিপোর্ট অনুযায়ী, ওই বিমানগুলো পরে ২০১৭ সালে নিলামে তোলা হয়।