প্রধানমন্ত্রীর নির্দেশে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৪র্থ পর্যায়ে ত্রাণসামগ্রী বিতরণ শেষে বিমান বাহিনীর সি-১৩০ বিমান গতকাল বৃহস্পতিবার ঢাকা প্রত্যাবর্তনকালে আটকেপড়া ২ জন বাংলাদেশি মহিলা ও ২ শিশুকে নিয়ে দেশে ফিরেছে।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রিপল ও ত্রাণসামগ্রী নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে নিরাপদে পৌঁছায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি নেপালে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ২৬ এপ্রিল, ১ মে এবং ৩ মে ২০১৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ বি পরিবহন বিমানের ৩টি ফ্লাইটে ত্রাণ সহায়তা প্রেরণ করা হয়। প্রথম ফ্লাইটে ৬টি চিকিৎসক দল এবং বেশ কিছু ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়। এছাড়াও পরবর্তী বিভিন্ন ফ্লাইটে ত্রাণসামগ্রী প্রেরণ করা হয়। ইতোমধ্যে আমাদের চিকিৎসক দল তাদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের কারণে নেপাল সরকার এবং জনগণ দ্বারা প্রশংসিত হয়েছে।